বিপিএল শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। চিন্তা ভাবনা আলোচনা চলছে কোন দল শিরোপা জিতবে বা বিপিএলটা কেমন হবে৷ প্রশ্ন ওঠছে এবারের বিপিএল থেকে কেমন লাভ পাবে দেশের ক্রিকেট।
ফরচুন বরিশালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান জানালেন এবারের বিপিএল থেকে নতুন দুই তিনজন খেলোয়াড় ওঠে আসবে৷ এটি বিশ্বাস তার।
ফরচুন বরিশালের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটি বলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ, নিজেদেরকে মেলে ধরার মঞ্চ, পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসারও। আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাব যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করতে পারবে।’
২১ জানুয়ারী থেকে মাঠে গড়াবে অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মোট তিনটি ভেন্যুতে হবে চার ছক্কার লড়াই৷
মন্তব্য করুন