শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমান খানের সঙ্গে বিবাদে যবনিকা টানলেন কেআরকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

অভিনেতা কামাল আর খান ওরফে কেআরকে সালমান খান অভিনীত ‘রাধে’র বিরূপ সমালোচনা করে বলিউডের ভাইয়ের সঙ্গে এক আলোচিত বিবাদের সূচনা করেছিলেন। সালমানও চুপ করে বসে থাকেননি। শেষ পর্যন্ত এই বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে কামাল রণে ভঙ্গ দিয়েছেন। কামাল একটা সময় ছিল সালমানকে বাক্যবাণে বিদ্ধ করতে ছাড়তেন না। এমন আক্রমণ সালমান প্রথম দিকে খুব আমলে আনতেন না। কিন্তু কামাল যখন প্রভু দেবা পরিচালিত এবং সালমান অভিনীত ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ফিল্মটি নিয়ে বিরূপ মন্তব্য করেন সালমান আর সহ্য করতে পারেননি। তিনি এই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ ধরে নিয়ে আদালতের শরণাপন্ন হবার উদ্যোগ নেন। এই বিবাদ চলতেই থাকে সেই থেকে। তবে শেষ পর্যন্ত এর অবসান ঘটেছে। সাম্প্রতিক টুইটে ক্রমে কামাল কোমল হতে শুরু করেন এবং কয়েক দিন আগে টুইট করেন ,‘আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি আমার প্রতিটি মন্তব্য সালমান খানের সঙ্গে না জড়াতে। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে কিন্তু তিনি এখনও আমার বড় ভাই। তাই আমি তার শত্রু নয়, তাকে ঘৃণাই করি না। আরও অনেক অভিনেতা আছে আমি তাদের নিয়েও টুইট করে থাকি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন