বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানকে প্রত্যাশা পূরণ করতে হবে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পাঁচ মাস পর মঙ্গলবার চীন তালেবানের প্রতি ওই আহ্বান জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান জাও মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এই তাগিদ দেন। তিনি বলেন, আফগানিস্তানের শাসকদের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। পররাষ্ট্রনীতি এবং সন্ত্রাস দমনে দক্ষতার সঙ্গে পদক্ষেপ নেওয়া। ২০২১ সালে দেশটির ক্ষমতা দখল করার পর থেকে মূলত একঘরে হয়ে আছে দেশটি। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশকে আহ্বান জানিয়ে আসছে তালেবান সরকার। প্রথমে পাকিস্তান, চীন এবং রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো দেশই তা দেয়নি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্যই চীন তালেবানের প্রতি ওই আহ্বান জানিয়েছে। ইয়েনি সাফাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন