বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নতুন ৩৫ কোচ পেয়েছে বক্সিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৮:১৮ পিএম

নতুন কোচের সন্ধানে নেমে সাফল্য পেয়েছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। দেশের বিভিন্ন জেলার ৩৫ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় কোচেস ট্রেনিং কোর্স শেষে এই নতুন কোচদের সন্ধান পায় তারা। কোচেস ট্রেনিং কোর্সে অংশ নেয়া সবাই সফলতার সঙ্গে কোর্স শেষ করতে পেরেছে। তাই তো বুধবার পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ১০ দিন ব্যাপী কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়ার সময় বেশ উৎফুল্ল দেখা গেছে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনকে। তিনি বলেন, ‘আমরা ৩৫ জন নতুন কোচ পেয়েছি। এবার আমরা মনযোগ দিতে চাই বার্মিংহাম কমনওয়েলথ গেমসের দিকে। খুব শিগগিরই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আমরা বাজেট জমা দেব। তারপরই শুরু হবে কমনওয়েলথ গেমসের ক্যাম্প।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন