মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৬০ কোটি বছরের হীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বিরল হীরার প্রদর্শনী হয়েছে। কালো রঙের হীরাটি ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের। ২৬০ কোটি বছরের বেশি পুরোনো এই হীরা আকারের কারণে ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। কালো রঙের এই হীরার নাম ‘এনিগমা’। দুবাইয়ের প্রদর্শনীতে এটি ৫০ লাখ ডলারে বিক্রির আশা করা হচ্ছে।
মূল্যবান সামগ্রীর নিলামকারী প্রতিষ্ঠান সথবির অলংকার বিশেষজ্ঞ সোফি স্টিভেনস জানান, ২৬০ কোটি বছরের বেশি বয়স এই হীরার। ধারণা করা হয়, মহাকাশ থেকে ওই সময় কোনো গ্রহাণু খসে পড়েছিল। সেটির সঙ্গে হীরাটি পৃথিবীতে আসে। সথবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কালো রঙের হীরা বেশ বিরল। উৎপত্তি নিয়ে রহস্য থাকায় হীরাটির ওপর সবার বিশেষ মনোযোগ রয়েছে। সোফি স্টিভেনস বলেন, হীরাটি বিশেষ ধরনের অলংকার। এর আগে এত বড় মসৃণ হীরার প্রদর্শনী হয়নি। এএফপি জানায়, গত সোমবার দুবাইয়ে প্রদর্শনী শেষ হওয়ার পর হীরাটি যুক্তরাজ্যের লন্ডনে ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রদর্শনীর জন্য নেওয়া হচ্ছে। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি হীরাটি নিলামে তুলবে সথবি। নিলাম অনলাইনে হওয়ার কথা রয়েছে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন