শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল বন্দর দিয়ে গতকাল রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দিপাবলী (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক চলছে। পাসপোর্ট যাত্রীরাও চলাচল করেছে। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। আজ সোমবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, কালি পূজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় রোববার পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বাণিজ্য চলবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ জানান, ভারতে কালিপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা রোববার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছেন। শনিবার বিকেলে ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ থাকার বিষয়টি আগে থেকেই জানিয়ে দিয়েছেন। ফলে সকাল থেকে এ পথে কোন আমদানি-রফতানি হয়নি। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। বন্দরে মালামাল লোড আনলোডসহ পণ্য খালাস অব্যাহত রয়েছে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যাচ্ছে। সোমবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন