শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

রবির ইন্টারনেট প্রশিক্ষণ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইন্টারনেটের বিভিন্ন ইতিবাচক ব্যবহার নিয়ে দক্ষিণ চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছে রবি। ইতোমধ্যে ১৮টি কলেজের প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রীকে ইন্টারনেট প্রশিক্ষণ দেয়া হয়েছে। মূলত একজন শিক্ষার্থী কিভাবে ইন্টারনেট ব্যবহার করে পড়ালেখা সম্পর্কে বিভিন্ন বিষয় সহজে জানতে পারবে তা শেখানো হয় এই প্রশিক্ষণে। ইন্টারনেটের মাধ্যমে কিভাবে তথ্য খুঁজতে হয় এবং বিভিন্ন শিক্ষা সেবা গ্রহণ করতে হয় তা হাতে- কলমে দেখানো হয় এই প্রশিক্ষণে। প্রশিক্ষণের বিভিন্ন সেশনে ছাত্র-ছাত্রীদের ইন্টারনেটের মাধ্যমে তাদের শিক্ষা প্রক্রিয়াকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে ইন্টারনেটের সহায়তা নেয়ার কৌশল বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কিভাবে ইমেইল আইডি, ফেসবুক আইডি খুলতে হয় তা শেখানো হয়েছে। ছাত্র-ছাত্রীদের ‘টেন মিনিট স্কুল’-এর মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোর ব্যবহার পদ্ধতি দেখানো হয়। ইন্টারনেটের বিভিন্ন বিষয় ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বেসিক অনেক বিষয়ও শেখানো হয় ছাত্র-ছাত্রীদের। প্রতিটি কলেজে এক ঘণ্টা ৩০ মিনিটের সেশন শেষে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের রবির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে অনেক আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা জানায়, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করে কিভাবে বিভিন্ন কাজ সহজে করা যায় তা শিখতে পেরেছে। এ পর্যন্ত প্রশিক্ষণ দেয়া কলেজসমূহ হচ্ছে বাঁশখালী ডিগ্রি কলেজ, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, চন্দনাইশ আমানতছফা মহিলা কলেজ, বরমা ডিগ্রি কলেজ, সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রি কলেজ, চুনতি মহিলা কলেজ, চুনতি আলিম মাদ্রাসা, চকরিয়া ডিগ্রি কলেজ, রামু ডিগ্রি কলেজ, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ, কক্সবাজার কমার্স কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, টেকনাফ ডিগ্রি কলেজ, মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ, দোহাজারী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, বান্দরবান মহিলা কলেজ, মহেশখালী ডিগ্রি কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন