পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিএফটিএন) এর মাধ্যমে লভ্যাংশের অর্থ শেয়ারহোল্ডারদের হিসাবে জমা করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত বছর ৩১ অক্টোবর আমান কটন ফাইবার্স লিমিটেডের পরিচালনা পরিষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। গত ডিসেম্বর মাসে কোম্পানির এজিএমে শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করে। আর এই নগদ লভ্যাংশের অর্থ শেয়ারহোল্ডারদের হিসাবে জমা করেছে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আমান কটন ফাইবার্স লিমিটেড ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন