করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে জরিমানা গুনতে হচ্ছে অনেককেই।
সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ আরোপ করার পর সাভারে এই প্রথম ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১১ দফা বিধিনিষেধ দিয়েছেন সরকার।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদুর রহমান বলেন, মাস্ক না পড়ার অপরাধে নয়জন ব্যক্তিকে ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাস বিস্তার রোধে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সবাইকে মাস্ক পড়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন