উত্তর : কবর অর্থ একটি গর্ত নয়। কবর একটি জগতের নাম। দুনিয়া ও মাটির দেহ ছেড়ে আত্মা যেই জগতে যায়, তার নাম কবর জগত কিংবা আলমে বরযখ। লাশ মমি করে হাজার বছর রেখে দিলে, ফ্রিজিং করে কয়েক মাস রেখে দিলে বা কুমিরে খেয়ে ফেললে, সাগরে ভাসিয়ে দিলে কিংবা আগুনে জ্বালিয়ে দিলেও এই লাশের বা আত্মার সাথে কবর জগতের সব কিছুই ঘটতে থাকে। এটি আমাদের বোঝা বা ধরা ছোয়ার বিষয় নয়। আশা করি বিষয়টি আপনার বুঝে এসেছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন