বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইগাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৭:৪৪ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং ওমিক্রন ভাইরাস রক্ষায় জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করছেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের নেতৃত্বে আজ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে জনসাধরণকে সচেতন করা সহ রাস্তার উপর দোকানপাটের মালামাল, অটোরিকশা সরিয়ে যানজট মুক্ত রাখার নির্দেশ দেন।

এই সময় হোটেল রেস্তরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন হোটেল ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন সহ পুলিশ, নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ইউএনও মো. ফারুক আল মামুদ ওমিক্রন ঠেকাতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন