চলছে ক্রেয়নম্যাগ আয়োজিত অনলাইন ফটোগ্রাফ এবং পেইন্টিং প্রদর্শনী ‘চেঞ্জ ইওর থটস, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে মাসব্যাপী অনলাইন ফটোগ্রাফ এবং পেইন্টিং প্রদর্শনী। ঢাকার ইএমকে সেন্টারে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ১৮ জনেরও বেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা তাদের ক্যামেরায় তোলা ছবি ও তুলির আঁচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসের নির্যাস ফুটিয়ে তুলেছেন। আলোকচিত্রী অভিষেক ভট্টাচার্যের নির্দেশনায় একটি ফটোশুটের আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আজরা মাহমুদ, বুলবুল টু¤পা, আইরিন খান, এবং সাদিয়া রশ্নি সূচনা। আই ক্যান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আইরিন খান এই প্রদর্শনীতে তার আঁকা ছবি নিয়ে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাবরিনা মুন্নির আলোকচিত্র। তার ছবিতে আমাদের সমাজে নারীর প্রতি চলমান বঞ্চনার চিত্র ফুটে উঠেছে। ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশান দিতান বলেন, ছবি আসলে একজন মানুষের নিজস্ব গল্প বলে। আজকের এই শিল্পকর্মগুলো ভবিষ্যত প্রজন্মের কাছে নারীদের প্রতি হয়ে যাওয়া বঞ্চনার স্মারক হিসেবে থেকে যাবে। এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হলো, নারী সহিংসতার সামাজিক বিষয়টিকে একটি নান্দনিক ভাষা দেওয়া, যা একই সাথে সহিংসতার বিরুদ্ধে চলমান সংগ্রামকে জোরদার করা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন