শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করছে ফ্রান্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম


ফ্রান্সে আবারও মুসলিমবিরোধী আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। নতুন এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ নিষিদ্ধ করা হচ্ছে। খবর আরব নিউজের। এতে বলা হয়, খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা কাম্য নয়। যেহেতু স্কার্ফ পরলে একটি সা¤প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর একে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়। ফ্রান্সের সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য
ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বহু মুসলিম কিশোরীর শিক্ষাজীবনে নেমে আসে অন্ধকার। আরব নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন