শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চন্দ্রঘোনায় অটোরিক্সার পিছনে লুকিয়ে রাখা ২বস্তা চোলাইমদসহ চালক আটক

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৮:৪৫ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ২০ জানুয়ারি, ২০২২

রাঙামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী ফেরিঘাটে অটোরিক্সা ভর্তি ২বস্তা চোলাইমদসহ চালককে আটক করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫মিনিটে রাইখালী হতে একটি অটোরিক্সার ইঞ্জিনের পিছনে লুকিয়ে ২বস্তা ভর্তি করে চোলাইমদ নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় চন্দ্রঘোনা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে অটোরিক্সা (চট্রগ্রাম -থ১২-৩৭২৫)তল্লাশি করে ইঞ্জিনের পিছনে লুকানো রাখা ২ বস্তা ভর্তি পলিথিন মোড়ানো ৮০লিটার চোলাইমদ উদ্বার করে। এসময় বাহক অটোরিক্সা চালক মো.শাহাদাত হোসেনকে(২৫) আটক করে। আটক চালকের পিতা,নুরুল আলম,সাং-পল্লম পাড়া,নেয়াপাড়া চৌধুরীহাট,থানা,রাউজান চট্রগ্রামে বসবাস করে।চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার জানান আসামির বিরোদ্বে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন