শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহার করুন

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ -এর আমীরে জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ২০২২ সালে সুপারিশকৃত নতুন শিক্ষাক্রমে আগামী ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে যাচ্ছে। যুবচরিত্র নষ্ট হচ্ছে, বেপরোয়া হয়ে উঠছে তরুণ প্রজন্ম। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য। তিনি বলেন, দেশ থেকে ক্রমান্বয়ে ইসলামী চেতনাবোধ মুছে ফেলা ও নাস্তিক্যবাদের প্রসার ঘটানোর নীলনকশা বাস্তবায়নের জন্য সুকৌশলে এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সুপারিশ হয়ে থাকতে পারে। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এমন হঠকারি সিদ্ধান্ত জাতি কখনও মেনে নেবে না। অতএব শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন