আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
সেন্ট কিটসে হওয়া ম্যাচটিতে প্রথমে ব্যাট করে মাত্র ৪৪.৩ ওভার খেলে মাত্র ১৩৬ রান তুলতে সমর্থ হয় কানাডা৷ এই রান ৩০.১ ওভার খেলে মাত্র দুই উইকেট হারিয়ে টপকে যায় টাইগাররা৷
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইফতিখার হোসেন ইফতি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করে প্রান্তিক নওরোজ।
অন্যদিকে কানডার হয়ে একাই লড়াই করার চেস্টা করেন অনুপ চিমা৷ তিনি ৬৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করের কিরাভ শর্মা৷
বাংলাদেশের হয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেন মেহরব। ডানহাতি পেসার রিপন মন্ডল ২৪ রানে সমান ৪টি উইকেট। বাকি ২ টি উইকেট তুলে নেন আশিকুর জামান।
মন্তব্য করুন