স্প্যানিশ কোপা দেল রের রাউন্ড ষোলর ম্যাচে এলচিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এরফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা৷
ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউ গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে৷
এই অতিরিক্ত সময়ের ১০২ মিনিটের মাথায় মার্সেলো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল এর এক মিনিট বাদেই গোল হজম করে। তখন পড়ে যায় হারের শঙ্কায়৷
১০৩ মিনিটের সময় এলচির হয়ে গোলটি করেন গঞ্জালো। তবে রিয়াল সমতায় ফিরতে বেশি সময় নেয়নি৷ ১০৮ মিনিটে ইসকো গোল করে দলে স্বস্তি ফিরিয়ে আনেন। এরপর ১১৫ মিনিটের সময় কাউন্টার অ্যাটাকে গোল করেন এডেন হ্যাজার্ড৷
বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমে দলের চরম প্রয়োজনের সময় হ্যাজার্ড গোলটি করেন। অথচ দীর্ঘদিন ধরে গোল ও ফর্ম খরায় ভুগছেন তিনি।
মন্তব্য করুন