বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফেসবুক আমাকে দু’বার মৃত ঘোষণা করেছে : তসলিমা নাসরিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১১:১৭ এএম

বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করেছেন, ফেসবুক তাকে দু’বার মৃত ঘোষণা করেছে। বৃহস্পতিবার তিনি ভারতের দ্য টেলিগ্রাফকে বলেন, জিহাদিদের সন্দেহজনক সাইবার হামলার পর ফেসবুক মাত্র দু’দিনে তাকে দু’বার মৃত ঘোষণা করে বলে তিনি দেখতে পেয়েছেন। বর্তমানে ভারতে নির্বাসনে দিন কাটাচ্ছেন এই লেখিকা। রাজধানী নয়া দিল্লি থেকে তিনি বলেছেন, বিস্ময়কর ব্যাপার হলো জিহাদিদের সংখ্যা বিপুল। আমার মারা যাওয়ার রিপোর্ট করছে তারা। আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটা ক্রসচেক না করেই ফেসবুকের মতো প্লাটফরম আমাকে মৃত ঘোষণা করেছে।

বিতর্কিত লেখার কারণে ২৭ বছর ধরে নির্বাসনে দিন কাটাচ্ছেন তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মৃত ঘোষণার মধ্যে তিনি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তার দেয়া তথ্য মতে, ১৮ই জানুয়ারি ফেসবুক তাকে মৃত ঘোষণা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
khan ashraful alam ২১ জানুয়ারি, ২০২২, ১০:০৬ পিএম says : 0
শয়তান পৃথিবীতে না থাকলে ঈমানি শক্তির পরিক্ষা দিবো কিভাবে!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন