শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকার উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক গ্রেফতার

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভুয়া ভাউচারে পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়েরকৃত মামলায় ঢাকার বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক আবু তাহেরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্র বলছে, ২০১০ সাল থেকে ২০১১ সালের মধ্যে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশন গ্রহণকারীদের নামে ভুয়া ও অতিরিক্ত বিল-ভাউচারের বিপরীতে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করে দুদক। সোনালী ব্যাংকের ওই সময়ের ব্যবস্থাপকসহ ২২ সরকারি কর্মকর্তাকে ওই মামলায় আসামি করা হয়। গ্রেফতারকৃত আবু তাহের ওই ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও খুলনা দিঘলিয়া, ৪নং সেনহাটি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন