মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

একদিনে করোনা সংক্রমণের রেকর্ড পাকিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৭:৫৯ পিএম

পাকিস্তানে করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে সাত হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। যা করোনা মহামারি শুরু হওয়ার পর সর্বোচ্চ। করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার এ দেশটি এরই মধ্যে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। শুক্রবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৯৩ শতাংশে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। দেশটির ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টার এ তথ্য জানায়।
পাকিস্তানে এরই মধ্যে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। যাদের বয়স ৩০ বছরের উপরে তারাই তৃতীয় ডোজ নিতে পারবেন। যে সব শিশুর বয়স ১২ বছরের উপরের তাদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা না নিলে তারা স্কুলে যেতে পারবে না।
আগা খান বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধী বিভাগের সহযোগী অধ্যাপক ফয়সাল মাহমুদ শুক্রবার সকালে বলেন, আগামী দুই সপ্তাহ পরে সংক্রমণ চূড়ায় পৌঁছাবে। তারপর ধীরে ধীরে সংক্রমণের হার কমতে পারে।
তিনি বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিয়ের মৌসুম চলায় করোনা দ্রুত ছড়াচ্ছে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রায় ৩২ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১৪ জানুয়ারি একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ ৭১ হাজার ১৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন