বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন যুদ্ধজাহাজকে চীনের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। এ নিয়ে দেশটির সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পারাসেল দ্বীপপুঞ্জের ধারে কাছে না আসে। গত বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বেনফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পারাসেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লংঘন হয়েছে। পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়, চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে। সূত্র : পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন