বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক হলেন ডা. জাহাঙ্গীর আলম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম | আপডেট : ৭:৩৯ পিএম, ২২ জানুয়ারি, ২০২২

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ওই হাসপাতালের শিশু শ্বাসযন্ত্রের মেডিসিন বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মো. জাহাঙ্গীর আলম।

ডা. জাহাঙ্গীর আলম ঢাকা শিশু হাসপাতালে ১ জুলাই ১৯৯৫ সালে অনারারি মেডিকেল অফিসার ও ১৯৯৭ সালের ১৫ নভেম্বর মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। একই হাসপাতালে তিনি পর্যায়ক্রমে মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পান প্রফেসর পদে। তিনি এফআরসিপি ও এআরসিএস ডিগ্রিও লাভ করেন। তিনি ২০০১ সালে হাসপাতালটির রেজিস্ট্রার, ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পান।

তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিশু হাসপাতাল কমিটির সহ সভাপতি এবং বাংলাদেশ প্যাডিয়াট্রিক এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আন্তর্জাতিক জার্নালে তার ২০টি এবং জাতীয় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mithun Roy ১৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম says : 0
এই ড়াঃ সাহেব কোনো চেম্বারে রুগী দেখেন।জানালে উপকৃত হব।কিভাবে যোগাযোগ করা যাবে?
Total Reply(0)
Mithun Roy ১৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম says : 0
এই ড়াঃ সাহেব কোনো চেম্বারে রুগী দেখেন।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন