তহবিল সংকটের কারনে ছাগলনাইয়া সরকারি কলেজের মসজিদ বন্ধ করে ইমামকেও অব্যাহতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে কলেজের শিক্ষার্থীসহ জনমনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কলেজ মসজিদের ইমাম মাওলানা এমদাদ উল্যাহ অভিযোগ করে বলেন, স্বল্প বেতনে কলেজ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। ছয় মাসের বেতন বকেয়া রেখেই অধ্যক্ষ তাকে গত বৃহস্পতিবার অব্যাহতির চিঠি দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনার কারনে দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের তহবিল সংকট থাকায় বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান ও মসজিদ পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মসজিদ বন্ধ এবং ইমাম মাওলানা এমদাদ উল্যাহ'কে অব্যাহতির চিঠি দেন। কলেজ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন- এমন কয়েকজন জানান, মসজিদটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে। কলেজের একাধিক শিক্ষার্থী জানান, কলেজে স্কাউট, বিএনসিসি, ক্রীড়াসহ নানা কাজ নিয়মিত চলে। কিন্তু বেতনের অভাবে ইমামকে অব্যাহতি দিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া সমীচীন হয়নি। এব্যাপারে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কলেজের মসজিদের তহবিল সংকট থাকায় বাধ্য হয়ে মসজিদ বন্ধ করতে হয়েছে এবং ইমামকে অব্যাহতি দিতে হয়েছে। এতে তার কিছুই করার নেই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন