রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিনেমার গানের সুরে প্রজাতন্ত্র দিবসের প্রচার, বিতর্কে ভারতীয় সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৪:৩৫ পিএম

ভারতের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুশীলন চলছে। নয়াদিল্লির বিজয় চকে। নৌ সেনার পোশাকে অনুশীলনে অংশ নিয়েছেন সেনা সদস্যরা। সেখানে কী গান বাজছে? শুনে আপনিও চমকে উঠবেন। ‘মনিকা ও মাই ডার্লিং।’ হ্যাঁ, ঠিকই পড়েছেন।

হাতে সমরাস্ত্র। সুসজ্জিত সেনা সদস্যরা। তাদের বাদ্যযন্ত্রে বাজছে একের পর এক বলিউডের গান। এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সরকারি একটি টুইটার হ্যান্ডল থেকে। অনেকেই এই ভিডিওটিতে মজা পেলেও এর সমালোচনাও হচ্ছে। অনেকের মন্তব্য থেকে স্পষ্ট, সেনার এই কাজ তারা ভালভাবে দেখছেন না।

যে ভিডিও ইতিমধ্যে ২৯ হাজার বারেও বেশি দেখা হয়েছে। ভাইরাল এই ভিডিও ক্রমাগত শেয়ার হয়েই চলেছে। মাইগভইন্ডিয়া-র টুইটারে ওই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘কী দুর্দান্ত দৃশ্য! এই ভিডিও দেখে আপনি মজা পাবেন। আপনি কি ৭৩তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান দেখতে চান? তা হলে এখনই আপনার আসন বুক করুন।’

ক্রমাগত শেয়ার হওয়া এই ভিডিওর নীচে জমা হচ্ছে মজার মজার সব মন্তব্য। কী গানই বেঁধেছিলেন রাহুল দেব বর্মণ। সূত্র: এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন