শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাটমোহরে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি, প্রচন্ড শীত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৫:৫৪ পিএম

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই শুরু হয় এ বৃষ্টি। বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। মাঘের এই বৃষ্টির ফলে দিনমজুররা কাজে বের হতে পারছেন না। রাস্তঘাটে যানবাহন কমেছে।

বৃষ্টির সাথে বইছে হিমেল বাতাস। জবুথুবু হয়ে পড়েছে মানুষ ও প্রাণিকূল। এদিকে মাঘের মধ্যে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
রবিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। বৃষ্টির সাথে চলনবিল অঞ্চলে বইছে মৃদ শৈত্যপ্রবাহ। সূর্যের মুখ দেখা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন