শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালিতে ফ্রান্সের সেনাব্যারাকে রকেট হামলা, ২০ ইতালিয়ান সেনা আহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৭:১৫ পিএম

মালিতে অবস্থিত ফ্রান্সের এক সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। রোববার ভোরে চালানো এ আক্রমণে এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।
ফ্রান্স-২৪ জানিয়েছে, উত্তর মালির গাও শহরে অবস্থিত এ ফরাসি সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা করা হয়।
এ বিষয়ে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই রকেট হামলায় ফ্রান্সের এ সামরিক ঘাঁটিতে দায়িত্ব পালন করা অবস্থায় ২০ ইতালিয়ান সেনা আহত হয়েছেন। ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি এ সম্পর্কে বলেন, হামলার পর পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
মালির গাও শহরে অবস্থিত ফ্রান্সের অন্যতম প্রধান সামরিক ঘাঁটিটি বিভিন্ন সেনা অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফ্রান্সের অপারেশন বারখানের অভি
যানগুলো এখান থেকেই পরিচালিত হয়। মালি ও তার আশেপাশের অঞ্চলে ২০১৩ সাল থেকে এমন সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্স। সূত্র : ইয়েনি শাফাক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৩ জানুয়ারি, ২০২২, ৯:৩৭ পিএম says : 0
Excellent
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন