বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তরপ্রদেশে ২৩ মুসলিম মায়াবতির প্রার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতের উত্তর প্রদেশের নির্বাচনে বহুজন সমাজ পার্টি-বিএসপি দ্বিতীয় ধাপের জন্য ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার তাদের ঘোষিত প্রার্থীদের মধ্যে ২৩ জনই মুসলিম। দলটি প্রথম দুই ধাপে ১ শ’ ৯ জনের মধ্যে ৩৯ জন মুসলিম প্রার্থীকে প্রার্থী করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে, সংখ্যালঘু সম্প্রদায়ের শক্তিশালী উপস্থিতি রয়েছে এমন অঞ্চলে নির্বাচনের ক্ষেত্রটিকে প্রতিযোগিতামূলক করার জন্য এটি বিএসপির একটি প্রচেষ্টা। তাদের তালিকায় ১৩ জন ওবিসি রয়েছেন যাদের বেশিরভাগ জাঠ, ১০ জন দলিত এবং ৫ জন উচ্চবর্ণের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে, এটি ২০১৭ সালের মতো বিজেপির অনুকূলে নির্বাচন নয়। বিএসপি এক মুখপাত্র জানিয়েছেন, ‘ক্ষমতাছাড়ার বিপক্ষে এবং কৃষকদের ইস্যুতে এটি বিজেপির পক্ষে সহজ যাত্রা হবে না এবং সেইজন্য, সঠিক ধরণের প্রার্থী ও বিএসপির নিজস্ব ম‚ল ভোটের ভিত্তি অক্ষুন্ন রেখে, দলটি নগণ্যতার থেকে অনেক দ‚রে রয়েছে।’ ‘প্রথম পর্বে, বহুজন সমাজ পার্টি ১৬ জন মুসলমানকে প্রার্থী করেছে এবং দ্বিতীয় পর্বে, ঘোষিত আসনগুলির মধ্যে ২৩ জন মুসলিম রয়েছে। ২০১৭ সালে, দলটি প্রথম পর্বে ১৮ জন মুসলিম এবং দ্বিতীয় পর্বে সংশ্লিষ্ট আসনে ২৫ জন মুসলিমকে প্রার্থী করেছিল। সুতরাং, সংখ্যাটি মোটামুটি সমান।’ বলেছেন দলের একজন সদস্য। সূত্র : টাইম্স অফ ইন্ডিয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন