শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ইউরোপ, রণক্ষেত্র বেলজিয়াম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৮ পিএম

বিক্ষোভ-প্রতিবাদ থামছে না ইউরোপে। মূলতঃ কোভিড মোকাবেলায় আরোপিত কড়াকড়ি-বিধিনিষেধ মানতে নারাজ লাখো মানুষ। রোববারও, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ছড়ায় সহিংসতা। আটক হন বহু মানুষ। এরই মাঝে মধ্যরাত থেকে অস্ট্রিয়ায় শুরু হলো সর্বাত্মক লকডাউন। চতুর্থবারের মতো এমন সিদ্ধান্ত দেশটির।

করোনা শিষ্টাচার বিরোধী আন্দোলনে রীতিমতো রণক্ষেত্র বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। রোববারের (২৩ জানুয়ারি) সহিংসতায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

ধরপাকড়ের শিকার হয়েছেন অন্তত ৬০ বিক্ষোভকারী। প্রশাসন জানায়, সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নামেন অর্ধ-লক্ষের বেশি নাগরিক। তারা ইইউ সদর দফতরসহ অন্যান্য সরকারি স্থাপনা ঘেরাও করে। জোরপূর্বক সেখানে ঢুকতে চাইলে, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত হয়।

রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জল-কামান ব্যবহার করে ঠেকানো হয়, জনস্রোত। আন্দোলনকারীদের অভিযোগ, টিকা গ্রহণের অজুহাতে তাদের ব্ল্যাকমেইল করছে সরকার। গত সপ্তাহেই ঘোষণা আসে, বাধ্যতামূলক বুস্টার ডোজ না নিলে সিনেমা হল, রেস্টুরেন্ট ও পানশালায় ঢুকতে পারবেন না প্রাপ্তবয়স্করা। যাকে, বিক্ষোভকারীরা মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করছেন। সূত্র : বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিলউদ্দীন শাহ ২৪ জানুয়ারি, ২০২২, ১:০৮ পিএম says : 0
সব দেশে কিছু মাতাল নেশাগ্রস্ত মানুষ থাকে বেলজিয়াম এর বাহিরে নেই। মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তাব্যবস্থা জন্যে টিকা প্রযোজন। যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে হাজারো প্রশ্ন আছে? পৃথিবীতে মাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে এইসব হচ্ছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন