খুলনায় আজও দেড়শ’র উপরে করোনা রোগি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০৫ টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১২। আগের দিন শনিবার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনার পরীক্ষা বাড়ানো হয়েছে। শনাক্তের সংখ্যাও বাড়ছে। ২৪ ঘন্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৮২, নারী ৭০ জন। কোভিড হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউ তে আছেন ৬ জন। এ পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৮১ জন। মারা গেছেন ৭৭৯ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন