শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে ঘন কুয়াশা, জেঁকে বসেছে শীত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:৫৫ পিএম

সোমবার ভোর থেকেই রাজশাহী মহানগরী ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিলো, দিনের বেশির ভাগ সময় সূর্য ঢাকা পড়েছিলো মেঘের আড়ালে। তাপমাত্রা বাড়লেও উত্তরের এই অঞ্চলে কাটেনি শীতের তীব্রতা। বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। সোমবার সকাল ৬ টার দিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রোববার সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সাথে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ছিলো ঘন কুয়াশা। এ কারণেই একেবারে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই রাস্তায় লাইট জ্বেলে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশার সঙ্গে বাইছে উত্তরের ঠান্ডা বাতাস। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না লোকজন। রাজশাহী আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, সকাল ৬ টার দিকে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল ৮০০ মিটারে। পরে আরও কিছুটা কমেছে। সকাল ৮টার দিকে এলাকা ভেদে দৃষ্টিসীমা নেমেছে ২০০ থেকে ৩০০ মিটারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজশাহীতে। কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সূর্য। সেই সঙ্গে বাতাস থাকায় শীতের এত তীব্রতা।

এর আগে রোববার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কর হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২০ জানুয়ারি রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন