শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৩:১৩ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৭৯৫৯ পিস ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনস্থ মোংলা সদর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালীর একটি টিম জয়খালী সংলগ্ন এলাকায় রবিবার (২৩ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করে ৭৯৫৯ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারীকে আটক করে। যার মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত ওষুধ ও আটককৃত শ্যামনগরের চিংড়াখালী গ্রামের মোঃ নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ আজমির হোসেন (২৮) এবং পরানপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে সাকিব (১৪) কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন