শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

৩১ শয্যার জনবলে ৫০ শয্যার কার্যক্রম

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ২০১০ সাল থেকে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা হিসেবে যাত্রা শুরু করে। ২০ চিকিৎসকের মধ্যে রয়েছে মাত্র ৪ জন। আরএমও, জুনিয়র কনসালটেন্ট, এ্যানেসথেসিয়া, সার্জারি ও মেডিকেল অফিসারসহ ১৬টি পদ খালি রয়েছে। ৪ চিকিৎসকের ওপর রয়েছে ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার ভার। চিকিৎসক সংকটের কারণে মেডিকেল অ্যাসিসটেন্টরা রোগী দেখেন। প্রতিদিন প্রায় ১৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসে। এখানে জ্বর, সর্দি, কাশি ছাড়া জটিল কোনো রোগের চিকিৎসা কিংবা অপারেশন হয় না। সরেজমিন দেখা গেছে, হাসপাতালের অধিকাংশ বেড ফাঁকা পড়ে আছে। দুটি এক্স-রে মেশিনের মধ্যে একটি অকেজো। অ্যাম্বুলেন্সটি প্রায়ই নষ্ট হয়ে পড়ে থাকে। কেবল জেলা আধুনিক হাসপাতাল ছাড়া দূরে রোগী পরিবহন করা হয় না। উপ-স্বাস্থ্য কেন্দ্রের মতো স্বাস্থ্যসেবা মিলে এই হাসপাতালে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেন বলেন, ৩১ শয্যার জনবল দিয়ে হাসপাতাল চলছে। ৫০ শয্যার জনবল এখনও পাইনি, সরকার কবে নাগাদ দেবে সেটা বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন