শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলে ভয়ংকর হয়ে উঠব’, বিরোধীদের হুঁশিয়ারি ইমরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৬:৩৮ পিএম

 

কোনোভাবে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান থান। আগামী মার্চে তার সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। রোববার সেই প্রসঙ্গে এমন কথা বলেন তিনি।

বিরোধী দলগুলিকে উদ্দেশ্য করে ইমরানের বক্তব্য, “আমি যদি রাস্তায় নেমে আসি, তাহলে আপনারা লুকোনোর কোনও জায়গা পাবেন না।” পাশাপাশি তিনি বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করলে তিনি আরও ভয়ংকর হয়ে উঠবেন। প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের প্রায় ১২ টি রাজনৈতিক দলের জোট 'পিডিএম' নামে পরিচিত। পিডিএম কথার অর্থ পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট।

বিরোধীদের দাবি, সেনাবাহিনীর হস্তক্ষেপের সরকার চালাচ্ছে ইমরানের দলপাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাই সেই পুতুল সরকারকে ফেলতে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের প্রয়োজন। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে সরকার বিরোধী গণতান্ত্রিক জোটের সূচনা হয়। গত দু'বছর একাধিক সরকার বিরোধী আন্দোলন চালিয়ে এসেছে সংগঠনটি।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ২৩ মার্চ ইমরান সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোটটি। সেই কারণে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিতে ইসলামাবাদের দিকে লংমার্চের সিদ্ধান্ত নিয়েছে পিডিএম।‌ এর প্রতিক্রিয়ায় বিরোধী নেতা শাহবাজ শরীফের তীব্র নিন্দা করেন ইমরান খান। এমনকি সংসদে পিএমএল-এন নেতার সঙ্গেও দেখা করতে চাননি পিটিআই সুপ্রিমো।

এ ঘটনায় যথেষ্ট বিতর্ক শুরু হয় পাক রাজনীতিতে। বিরোধীদের আঙুল ওঠে ইমরানের দিকে। তবে দুর্নীতিতে অভিযুক্ত থাকায় শাহবাজ শরীফকে 'জাতির অপরাধী' বলে পাল্টা তোপ দেগেছেন পাক প্রধানমন্ত্রী। ইমরানের আক্রমণের থেকে রক্ষা পাননি সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফও। বিরোধীদের জোট বদ্ধ করার পেছনে মুশারফের মদত রয়েছে বলে দাবি করেন তিনি।

রোববার রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন ইমরান। বিরোধীরা সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। সমস্ত প্রতিরোধ সত্ত্বেও তার সরকার মেয়াদ পূর্ণ করবে এবং পরবর্তী নির্বাচনে জয়ী হবে বলে দাবি করেন। এদিকে ইমরানের বক্তব্যের পর টুইট করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা মারিয়ম শরীফ। ইমরানের 'ভয়ংকর' হয়ে ওঠার কথাকে স্রেফ হুমকি বলে কটাক্ষ করেন তিনি। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন