শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোংলায় ঘন কুয়াশা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে

মোংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৭:০৪ পিএম | আপডেট : ৭:৫৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২২

মোংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে ৩ দিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে । সেই সাথে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে।পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি।

শবিবার (২২ জানুয়ারি) ভোর থেকে সোমবার(২৪ জানুয়ারি) পর্যন্ত মোংলায় মেঘ ও ঘন কুয়াশার কারনে আকাশে দেখা মেলেনি সূর্যের। তাই আগের চেয়ে বেশি শীতও জেঁকে বসেছে এখানে।

এই কুয়াশার কারণে নৌপথে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সাথে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর।

তবে মোংলা বন্দরে অবস্থানরত বানিজ্যিক জাহাজের পন্য ওঠা নামার কাজ অব্যাহত আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, মোংলা,চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরের জন্য কোন সতর্ক সংকেত নেই।তবে মঙ্গলবার পর্যন্ত দেশের কোথাও কোথাও হলকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে আকাশ মেঘলা ও কুয়াশা পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন