শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় ভারি তুষারপাতে ধসে পড়েছে ১ হাজার তাঁবু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১০:২৬ এএম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতে সহস্রাধিক তাঁবু ধসে পড়ে। এসব তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত অসংখ্য মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন।

জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। এতে গৃহযুদ্ধের ফলে নিজ দেশে শরণার্থীর হয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর আনাদোলুর।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপপ্রধান সমন্বয়ক মার্ক কাটস সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনেকের বেলচা পর্যন্ত নেই; তাই বাধ্য হয়ে তীব্র শীতের মধ্যে খালি হাতে তাঁবুর বরফ সরানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য দেন মার্ক কাটস। তিনি বলেন, দেখুন হিমাঙ্কের নিচে তাপমাত্রায় শিশুরা বরফের ওপর দিয়ে হাঁটছে। বৃদ্ধ ও অসুস্থদের অবস্থাটা একটু ভাবুন।

তাদের জরুরি সহায়তার অনুরোধ জানিয়েছেন এ জাতিসংঘ কর্মকর্তা। পশ্চিমা মদদে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন