শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করেনা সংক্রমনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পুনরায় মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ২:০৩ পিএম

করেনা সংক্রমন পুনরায় ভয়াবহ আকার ধারন করার মধ্যে টানা তিন মাস ২০ দিন পরে মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল। গত ৫ অক্টোবরের পরে দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমনে মৃত্যুরন ঘটনা ঘটল। বরগুনার আমতলি উপজেলার ৭০ বছর বয়স্ক এক ব্যক্তি টানা কুড়ি দিন বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পরে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেছেন। এনিয়ে দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের বরগুনাতে ৪ হাজার ৭৫০ জন আক্রান্তের মধ্যে ৯৮ জনের মৃত্যু হল। জেলাটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৬। আর এ নিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৮০ জনে। পরিস্থিতির ক্রমবনতি অব্যাহত থাকার মধ্যেও বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে নুন্যতম স্বাস্থ্য বিধি অনুসরনের কোন বালাই নেই। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রশাসন সহ জেলা ও উপজেহলা প্রশাসনগুলোও অনেকটাই নির্বকার।

এদিকে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল মহানগরীতে ৭৭ জন সহ দক্ষিণাঞ্চলে আরো ২৫০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের ফলে মোট আক্রান্তের সংখ্যাটা দাড়িয়েছে ৪৬ হাজার ৩৬৬ জনে। এরমধ্যে চলতি মাসের ২৫ দিনেই ১ হ্জাার ১৬ নজনের মৃত্যু হল। যা আগের ৪ মাসের মোট আক্রান্তেরও বেশী।
সমগ্র দক্ষিণাঞ্চল যুড়েই করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট আবার দাপিয়ে বেড়াচ্ছে। সংক্রমন হার আবার প্রায় ৫০%-এর কাছে। মঙ্গলবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টা শের এ বাংলা মেডিকেল কলেজের আর-টি পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরিক্ষায় ৭৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.০৭%।
এখনো সমগ্র দক্ষিণাঞ্চলে সর্বাধীক সংক্রমন বরিশাল মহানগরীতেই। মাত্র ৬% জনসংখ্যার এ নগরীতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। যা গোটা বিভাগের মোট আক্রান্তের প্রায় ২৪%। আর বরিশাল জেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার। মহানগরীতে ১০২ জন সহ বরিশাল জেলায় মৃত্যুর সংখ্যা ২৩০। গত ২৪ ঘন্টায় বরিশালের গৌরনদীতে ১৫ জন, হিজলায় ৮জন, মুলাদি ও উজিরপুরে ৫জন করে,আগৈলঝাড়ায় ৪ জন, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জে দুজন করে এবং মেহেদিগঞ্জে ১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এমনকি এসময়ে ৬জন স্বাস্থ্য কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে বলা হয়েছে।
গত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন সহ আরো দুজনকে অবর্জাভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এনিয়ে হাসপাতালটিতে করোনা সন্দেহে ভর্তিকৃত রোগী আছেন ২৫ জন । যারমধ্যে করোনা ওয়ার্ডেই ১০ জন।
এদিক গত ২৪ ঘন্টায় ভোলা, পাটুয়াখালী ও পিরোজপুরের অবনতিশীল পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। খুলনা-বাগেরহাট লাগোয়া পিরোজপুরেই এসময়ে ৩৮ জন নতুন করোনা রোগী শনাক্তের ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৫৪৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন। এসময়ে ভোলাতেও নতুন করে ৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে দ্বীপ জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা ৭ হাজার ৩৩ জনে উন্নীত হল। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৯১ জনের।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় আরো ২৬ জনের দেহে করোনা পাজিটিভ শনাক্তের ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৫০ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০৯ জন। আর দক্ষিণাঞ্চলের সর্বাধীক শনাক্ত হারের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে এ পর্যন্ত ৪ হাজার ৭৫০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৯ জন।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বরিশাল জেলায় ৩২ জন সহ দক্ষিণাঞ্চলে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৮০৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন