বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সারা বাংলার খবর

শপথ নিলেন কালীগঞ্জের নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৩:০৬ পিএম

শপথ গ্রহণ করেছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর তাদের এই শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত থেকে ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩নং চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ৭নং তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ৮নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম, ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন ও ১২নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান ও স্থানীয় সরকারের সহকারী কমিশনার জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কৃষ্ণনগর ইউপি নির্বাচন নিয়ে পরাজিত এক প্রার্থী হাইকোর্টে রিট করায় এই ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে এখনো গেজেট প্রকাশিত হয়নি।

এছাড়া নলতা ইউপি নির্বাচনে বিজয়ী আজিজুর রহমান পবিত্র হজ¦ব্রত পালনে দেশের বাইরে থাকায় তিনি শপথ অনুষ্ঠানে হাজির হননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন