বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতারনা মামলায় সিসিক কাউন্সিলর শানু কারাগারে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৫:২০ পিএম

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাকে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান। ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শানু সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার দুদিন পর আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, বাসা বিক্রি করে ক্রেতার সাথে প্রতারণার অভিযোগে মামলা হয় কাউন্সিলর শানুসহ কয়েকজনের বিরুদ্ধে। মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন কাউন্সিলর শানু। জামিনের মেয়াদ দুদিন আগে শেষ হওয়ার পর আদালতে আত্মসর্মপণ করে পুনরায় জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন