বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় উশু শুরু বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৮:১৩ পিএম

করোনাকালে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনেই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় উশু প্রতিযোগিতা। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় চারদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবারের আসরে অংশ নিচ্ছেন ২৯টি জেলা ও বিভাগ এবং চারটি সার্ভিসেস দলের চার শতাধিক উশুকা। যার মধ্যে সান্দা ও থাউলু ইভেন্টে খেলবেন ২৩১ জন পুরুষ ও ১১০ জন নারী উশুকা। আগামী রোববার শেষ হবে এই প্রতিযোগিতা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় লায়ন খন্দকার মো. সেলিম উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন