শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর দিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, সোমবার দুই পক্ষ সম্ভাব্য চুক্তির খসড়ার গুরুত্বপূর্ণ অংশ চ‚ড়ান্ত করতে সক্ষম হয়েছে। উলিয়ানোভ এক টুইটার বার্তায় জানিয়েছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির খসড়ার বিষয়বস্তু নিয়ে সোমবার দিনভর আলোচনা হয়েছে। তবে এখনও চ‚ড়ান্ত চুক্তির কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গেছে বলে তিনি জানান।এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে জানিয়েছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে যে, আরেকবার কেউ আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে দেখতে চায় না। তিনি বলেন, কোনো কোনো বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কোনো কোনো বিষয়ে মতপার্থক্য পুরোপুরি দূর না হলেও দৃষ্টিভঙ্গি কাছাকাছি এসেছে। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন