রোববার , ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯, ১০ রমজান ১৪৪৪ হিজরী

বিনোদন প্রতিদিন

দীর্ঘদিন পর টেলিভিশন লাইভ শোতে মিলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

 দীর্ঘদিন পর কোনো টেলিভিশন লাইভে গান পরিবেশনায় আসছেন রকশিল্পী মিলা। বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ তিনি গান পরিবেশন করবেন। এবারের অতিথি কণ্ঠশিল্পী মিলা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, সঙ্গীতজগতে অনেক জনপ্রিয় গানের গায়িকা মিলা। সব ধরণের গান বিশেষ করে রক ঘরানার গানে অন্যমাত্রা যোগ করেছেন তিনি। সেই ভাবনা থেকে তাকে বাংলাভিশনে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। দীর্ঘদিন পর দর্শক তার গান টেলিভিশনে সরাসরি শুনতে পারবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে। মিলা বলেন, অনেকদিন সরাসরি গান পরিবেশন থেকে বিরত ছিলাম। এখন থেকে নিয়মিত দর্শক আমার গান শুনতে পারবেন। এ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন লাইভ শো শুরু করলাম। উল্লেখ্য, সরাসরি স¤প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মিলার সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে স¤প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫মিনিটে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন