ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সর্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৮ জন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুই জন রোগী ভর্তি আছেন।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এমআইএস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুযারি থেকে এখন পর্যন্ত সর্বমোট ভর্তি আছে ১২২ জন। এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১২ জন ডেঙ্গু রোগী। এর আগে ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একইসময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যায় ১০৫ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন