বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মোদির কাছ থেকে ব্যক্তিগত মেসেজ পেয়েছেন গেইল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ২:০৯ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ব্যক্তিগত মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল৷ 
 
ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে টুইটারে শুভেচ্ছা জানান ইউনিভার্স বস৷ সেখানেই মোদির কাছ থেকে মেসেজ পাওয়ার বিষয়টি জানান তিনি৷ সঙ্গে এও জানান ভারতের সঙ্গে তার সম্পর্কটা এখনো বেশ গভীর৷ 
 
টুইটে গেইল বলেন, ‘ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাই। আমি ঘুম থেকে জেগে ওঠে দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন৷ এর মাধ্যমে নিশ্চিত হচ্ছে মোদি ও ভারতের সঙ্গে আমার গভীর সম্পর্ক বিদ্যমান আছে। ইউনিভার্স বসের পক্ষ থেকে ভারতবাসীকে শুভেচ্ছা।'
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন