শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় আক্রান্তের হার ১০০ জনে ৪০ জন সিলেট বিভাগে !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ২:১৯ পিএম

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬৯৭ জন। গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তারা ।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রের তথ্যানুযায়ী,, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১৭৬৫ জনে। এতে করোনা শনাক্ত হয় ৬৯৭ জনে। শনাক্তের হার ৩৯দশমিক ৪৯ ভাগ! শনাক্তের হার বিবেচনায় এখন সিলেটের ১০০ জনের মধ্যে প্রায় ৪০ জনই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে! নতুন শনাক্তদের মধ্যে সিলেট ৪৩৪ জন,সুনামগঞ্জের ৫৭ জন, মৌলভীবাজারের ১২৩ জন ও ৮৩ জন রয়েছেন হবিগঞ্জে। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৯ হাজার ৯৭৭ জন। এদিকে, গত একদিনে সুস্থ হয়েছেন ১৩৪ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৮২৯ জন। এখন পর্যন্ত বিভাগে মারা গেছেন ১ হাজার ১৯৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন করোনা রোগী। এরমধ্যে ১২ জন আছেন আইসিইউতে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন