বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না আবিদের

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না আবিদ হাসানের। তার আগেই ফুটফুটে শিশুটি চলে গেল না ফেরার দেশে। স্কুল থেকে রিকশায় বাসায় ফেরার পথে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয় তাকে। মাথায় প্রচ- আঘাত পায় সে। হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায়। নিহত আবিদ হাসান (১০) ওই এলাকার মেট্রোপলিটন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। এ দুর্ঘটনার খবরে স্কুল জুড়ে নেমে আসে শোকের ছাঁয়া। তাকে শেষবারের মতো দেখতে তার সহপাঠী থেকে শুরু করে স্কুলের ছাত্র-শিক্ষকরা ভিড় জমান হাসপাতালে।
পারিবারিক সূত্র জানায়, প্রবাসী আলমগীর ও শিরিন আকতারের প্রথম সন্তান আবিদ স্কুল ছুটির পরে রিকশা করে বাসায় ফিরছিল। পেছন থেকে পিক-আপটি রিকশাকে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায় সে। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দগাঁও থানা পুলিশ পিক-আপটি আটক করেছে। আটক করা হয়েছে পিকআপ চালককেও। গতকাল সন্ধ্যায় এক কিলোমিটার এলাকার পারিবারিক কবরস্থানে আবিদ হাসানের লাশ দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন