ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে সুজনকে (৩০) গ্রেফতার করেছে। সুজনের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের কেওয়া গ্রামে। তার নামে সিআর মামলায় ৩ মাসের সাজা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, একটি সিআর মামলায় সুজনের ৩ মাসের সাজা হয়। ফরিদপুর জেল গেটের সামনে থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হলেও বুধবার আদালত ঘুরে এখন আসামী কারাগার।
বোয়ালমারী থানার এ এসআই হাফিজ বলেন, সুজনকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন