বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বিদ্যুৎ অপচয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

প্রায় সারাদেশ এখন বিদ্যুতের আলোয় আলোকিত। শহর, মফস্বল কিমবা অজপাড়াগাঁ সবখানেই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুৎ ব্যবস্থার সহজলভ্যতার ফলে অনেকেই বিভিন্ন সময়ে, কারণে বা অকারণে বিদ্যুৎ অপচয় করে, যা আমাদের দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য ক্ষতিকর। অনেকেই রাতে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে বের হবার সময় ঘরের লাইট, ফ্যান বা ওয়াইফাইয়ের সুইচ অন রেখেই চলে যান। গ্যাস সরবরাহ সচল থাকার পরেও অনেকে বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করে রান্নার কাজ সম্পন্ন করেন, যা বিদ্যুৎ অপচয়ের অন্যতম কারণ। এসব ক্ষেত্রে সকলের সচেতন হওয়া প্রয়োজন। বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। তাই বিদ্যুতের অপচয় রোধে সকলকে সচেতন হতে হবে।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন