শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ সুদানে সহিংসতায় শিশুসহ নিহত ৩২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

জাতিসংঘ জানিয়েছে দক্ষিণ সুদানে অস্ত্রধারীদের সহিংসতায় নারী, শিশুসহ ৩২ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার জাতিগত গোষ্ঠীর দুই দলের সশস্ত্র তরুণরা জংলেই রাজ্যের দুটি গ্রামে হামলা চালায়। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়ে এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে। দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। তারা ঘটনার ভয়াবহতা থেকে পালানোর চেষ্টাকালে নদীতে ডুবে মারা গেছে। এ ছাড়া হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছে। বাইদিত এলাকায় অনেকে নিখোঁজ রয়েছে। ইউএনএমআইএসএস বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। পুনরায় এ ধরনের ঘটনার ঠেকাতে কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তারা। সময়মতো তদন্ত শেষ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। তেলসমৃদ্ধ দক্ষিণ সুদান ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ২০১৩ সাল থেকে সেখানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সালভা কির অনুগত বাহিনী এবং ডেপুটি রিয়েক মাচারের অনুগতদের বিরুদ্ধে লড়াই শুরু হয়। এতে ৪ লাখের বেশি মানুষ নিহত হয়, বাস্তুচ্যুত হয় কয়েক লাখ। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন