শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ পেস বোলিং কোচ টেইটের সঙ্গে ভাসের নাম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ এখন ফাঁকা। তবে আগামী মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে গিবসনের উত্তরসূরি চ‚ড়ান্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের নতুন পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।
নতুন পেস বোলিং কোচ খুঁজে বের করা নিয়ে গতপরশু রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিন-চারজনকে নিয়ে ইতোমধ্যে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করার কথা জানান তিনি। তাদের মধ্য থেকে চ‚ড়ান্ত করা হবে একজনকে, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় তিন-চারটা নাম আছে। এখনও চ‚ড়ান্ত হয়নি। আশা করি, আফগানিস্তান সিরিজের আগে চ‚ড়ান্ত করে ফেলতে পারব।’
কিছুদিন আগে বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন টেইট। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। পাশাপাশি ভাসের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে গণমাধ্যমে। জালাল বলেন, ‘(কোচ) বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে, তাকেই আনার চেষ্টা করছি। টেইট তো আগেই বলেছে, সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’ দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব, দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব।’
বর্তমান সময়ে কোচরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে থাকেন। তাই টানা দীর্ঘ সময়ে তাদের পাওয়া হয়ে পড়েছে কঠিন। ফলে দিনভিত্তিক চুক্তির বিষয়টিও বোর্ডের ভাবনায় রয়েছে বলে উল্লেখ করেন জালাল, ‘বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য (ফ্র্যাঞ্চাইজি) লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি, বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন