আজ ২৬ জানুয়ারি সকাল ৭টায় মাগুরার শালিখা উপজেলার দেশমুখপাড়া সাইদিয়া এতিমখানা মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া (৮) নামের ঐ মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। সে বুনাগাতী বাজারের ওয়েলডিং ব্যবসায়ী দেশমুখপাড়া গ্রামের ছরোয়ার হোসেনের পুত্র।
সকালে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার সময় গেটের সামনে চলন্ত একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে তার মৃত্যু ঘটে। স্থানীয় ভাবে মীমাংসার মাধ্যমে দেশমুখপাড়া গ্রাম্য গোর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এলাকাবাসী জানান, মাদ্রাসার অপরিকল্পিত প্রাচীর ও গেট নির্মাণের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন